হোমনা-মুরাদনগর ২২ কি.মি. সড়ক খানাখন্দে বেহাল, জনদুর্ভোগ চরমে — দেখার যেন কেউ নেই!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার হোমনা থেকে মুরাদনগর পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চরম বেহাল দশায় রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, আর বর্ষা মৌসুমে সেগুলোতে জমে থাকা পানিতে চলাচল হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
জানা গেছে, সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন হলেও বছরের পর বছর এটি অবহেলায় পড়ে আছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী ও যানবাহন চলাচল করলেও কারো যেন চোখে পড়ে না।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি হোমনা ও মুরাদনগরের মধ্যে অন্যতম ব্যস্ততম সড়ক। কিন্তু পিচ উঠে গিয়ে পুরো সড়কজুড়ে গর্তে ভরে গেছে। বিশেষ করে হোমনা চৌরাস্তা সংলগ্ন পৌরসভার অংশে খানাখন্দের সংখ্যা ও গভীরতা অনেক বেশি।
সিএনজি চালক মো. রফিকুল ইসলাম বলেন,
“প্রতিদিন ঝাঁকুনি খেতে খেতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।”
ঘারমোড়া বাজারের ব্যবসায়ী মো. হাবিব বলেন,
“গর্তে পড়ে মালামাল নষ্ট হয়ে যায়, গাড়ি উল্টে যাওয়ারও ভয় থাকে। এই রাস্তায় ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।”
এ বিষয়ে হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের জানান,
“সওজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।”
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন,
“হোমনা-মুরাদনগর সড়ক উন্নয়নের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।”
এদিকে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা মুঠোফোনে বলেন,
“সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়াধীন। খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।”
তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা শুধু আশ্বাসই শুনে আসছেন, বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।
জনসাধারণের দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক, যাতে মানুষ নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।
Check Also
হোমনায় পল্লী বিদ্যুৎ অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার হোমনায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অনিয়ম ও দুর্নীতির কারনে সাধারণ গ্রাহক হয়রানি …