হোমনা (কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার হোমনা থেকে মুরাদনগর পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের প্রায় ১৪ কিলোমিটারজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে যান চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
সড়ক ও জনপদ ভিগারে অত্যন্ত জনগুরত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় প্রতিদিন মুরাদনগর ও নবীনগর উপজেলা সহ হোমনা উপজেলার ভাষানিয়া, জয়পুর, ঘারমোড়া, নিলখী ইউনিয়নের হাজারো মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পণ্যবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করে আসছে।
বিশেষ করে ভাষানিয়া ইউনিয়র ও হোমনা পৌর সভর ৩ নং ওয়ার্ড অংশে গর্তের গভীরতা বেশি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।
শ্রীপুর গ্রামের সিএনজি চালক মো.রুহুল আমীন বলেন,“প্রতিদিন ঝাঁকুনি খেতে খেতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।” জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় সিএনজি চালাতে হয়।
ঘারমোড়া বাজারের ব্যবসায়ী মো. হাবিবুর রহমান বলেন, রাস্তার খানাখন্দের কারনে সিএনজি অটো গাড়ী “গর্তে পড়ে মালামাল নষ্ট হয়ে যায়, গাড়ি উল্টে যাওয়ারও ভয় থাকে। এই রাস্তার কারনে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।”
এ দিকে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সওজ বিভাগ শুধু আশ্বাসই শুনে আসছেন, বাস্তবে কাজের অগ্রগতি নেই।
এলাকাবাসির দাবী “দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের ব্যবস্থা করা হোক।”
ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, হোমনা-মুরাদনগর ২২ কি. মিটার রাস্তার মধ্যে ১৪ কিলোমিটাই বেহাল, যানচলাচলের অনুপযোগী। সড়কের কাশিপুর অংশ আমার নিজস্ব অর্থায়নে সামান্য মেরামত করেছি। বৃষ্টিতে আবার ভেঙ্গে যাচ্ছে। দ্রুত মেরামত না করা হলে রাস্তার ব্যাপক ক্ষতি হবে।
হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের জানান,“সওজ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে তারা আমাকে হানিয়েছেন।
এ দিকে সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন,“ হোমনা-মুরাদনগর সড়ক উন্নয়নের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।”
সওজ এর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা মুঠোফোনে জানান,“সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়াধীন। আশাকরছি খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে পারবো।
Check Also
হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির জেরে বাড়িঘর ভাঙচুর, মাজারে অগ্নিসংযোগ
হোমনা ( কুমিল্লা)প্রতিনিধি:কুমিল্লার হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও ধর্মীয় অবমাননাকে …