আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সোমবার ইউএনও ক্ষেমালিকা চাকমা মুঠো ফোনে তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।এবং চিকিৎসকের পরামর্শে তার সরকারি বাসভবনে নিভির পর্যবেক্ষণে আছেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, “১০ আগস্ট এক বাল্যবিবাহে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে। তখন থেকে হালকা জ্বরজ্বর অনুভূত হয়েছে। পরে জ্বর ও শরীর ব্যাথা অনুভুত হওয়ায় রবিবার ১৩ আগস্ট হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ টেস্ট করাই। আমার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আমি আমাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে সাবধানে থাকতে বলেছি।”
তিনি আরও বলেন, আমি ডেঙ্গি আক্রান্ত হলেও শারীরিক ও মানসিকভাবে আমি সুস্থ্যআছি এবং বাসা অফিস করছি। এ সময় উপজেলাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।