হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে শেয়ারিং, বাস্তবায়ন কৌশল ও করনীয় নির্ধারণ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) হোমনা পৌরসভা মিলনায়তনে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। উন্নত পয়ঃবর্জ্য পরিসেবা ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে হোমনা পৌর সভার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন। এতে কর্মপরিকল্পনা বিষয়ক প্রণয়ন করেন মো. হাবিবুর রহমান ও নাজমুল হুদা, স্বাগত বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাৎ হোসেন উম্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সহকারি প্রকৌশলী মো.ফেরদৌস আহাম্মদ, উপ-সহকারি। প্রকৌশলী জহির উদ্দিন, সাংবাদিক আবদুল হক সরকার,মোর্শেদুল ইসলাম, কামাল হোসেন, হুমায়ুন কবির,মোখলেসুর রহমান বাবু,
কর্মশালায় পরিচ্ছন্ন কর্মকর্তাগণ, সম্মানিত কাউন্সিলরবুন্দ, স্থানীয় সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।