আবদুল হক সরকার, হোমনা( কুমিল্লা)
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস -২০২২ পালিত হয়েছে।
হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,ইউএনও রুমন দে,উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান, একাডেমীক সুপার ভাইজার রাসেদুল ইসলাম,হোমনা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন,রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
পরে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক হোমনা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.কামাল হোসেনের সভাপতিত্বে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান , আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কে এম আতিকুর রহমান,হোমনা
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, অনন্তপুর মহিলা দাখিল মাদ্র্সার সুপার মাওলানা আবদুল কাদির,শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেজি সেলিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।অথচ শিক্ষকরা ছিল সবচেয়ে অবহেলিত। দীর্ঘদিন পরে হলেও রাষ্ট্রিয় ভাবে শিক্ষক দিবস পালন করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানান এবং তাদের দাবী দাওয়া নিয়ে ইতিবাচক ফলাফল পাওয়ার প্রত্যাশা করেন।