
মো.আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর বহুমূখি চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্য পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে চার জন বিজয়ী হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১ জন অভিভাবক ১টি ব্যালটে সর্বোচ্চ ৪ জন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। মোট ১৪৮০ জন ভোটেরের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৮৮৭ জন।
এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন মো. আলা উদ্দিন, ১ নং ব্যালটে তিনি পেয়েছেন ৬৬৩ ভোট। দ্বিতীয় স্থান অর্জন করেন মফিজুর রহমান ২ নং ব্যালটে তিনি পেয়েছেন ৬২৪ ভোট। তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ উল্লাহ ৩ নং ব্যালটে তিনি পেয়েছেন ৫৮৩ভোট। আর চতুর্থ স্থান অধিকার করেন মো. হাবিবউল্লাহ ( আলামিন) ৫ নং ব্যালটে তিনি পেয়েছেন ৪২১ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. রুহুল আমীন। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন একাডেমীক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম।