হোমনায় ৩ গুনী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মো.আব্দুল হক সরকার//
কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর হাসেসিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত ৩ গুনী সাবেক প্রধান শিক্ষক আবুল বাসার সরকার,সহকারী শিক্ষক মো. সামসুল আলম ও মো. ছাইফুল্লাহ সরকারকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার(২৬ এপিল) রোববার (৩ মার্চ) বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ক্ষেমালিকা চাকমা। বিশেষ অতিথি ছিলেন,বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মঈন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম।
সকাল ১১ টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত ও মানপত্র পাঠের মাধ্যমর অনুষ্ঠান শুরু হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালামত উল্লাহ’র সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাবুল ও সহকারী শিক্ষক মো. দৌলত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ছাদেক সরকার, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী মাষ্টার, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতিএটিএম মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম, জিল্লুর রহমান চৌধুরী, মো. মহিউদ্দিন লিটন, দীপু, আবদুল হাই প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষক আবুল বাসার সরকার, সামসুল আলম ও ছাইফুল্লাহ সরকার। শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁরা বলেন, শিক্ষার জন্য আসো সেবার জন্য বেড়িয়ে যাও, জীবনে উন্নতি করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, মানুষের মত মানুষ হতে হলে গুরুজন ও শিক্ষকদের সম্মান করতে হবে।
অনুষ্ঠানে বক্তাগন অবসর প্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অবসর জনিত কারনে তাঁদের মত ৩ গুনী শিক্ষকদের বিদায় জানাতে হচ্ছে। তাঁরা এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা করেছেন। এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকদের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষিকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন উপহার প্রদান করেন। স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Check Also
হোমনায় টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দর্পণ ডেস্ক রিপোর্ট:হোমনায় টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে …