দর্পণ নিউজ ডেস্ক
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৮ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এতে সকালে বর্নাঢ্য আনন্দ র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের করা র্যালী গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে কেক কেটে ৮২ বছর পূর্তি পালন করা হয়।
পরে শিক্ষার মানোন্নয়নে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা সুলতানা। প্রাক্তন শিক্ষার্থী মো. আবদুল হালিম মাষ্টারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব মো. বাবুল মিয়া,নবীনগর সরকারি ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মো. রাশেদুল হক নিশাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো তাইফুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল আউয়াল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মবিন মোল্লা, মো. আব্দুল আউয়াল, প্রাক্তন প্রধান শিক্ষক সামসুন্নাহার (বড়আপা), মো. অলি উল্লাহ প্রমূখ।
এ ছাড়া হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেন ও মো. কামরুজ্জামান, মো. রেজাউল করিম, মো. ফেরদৌস আবদুল্লাহ, মো. হুমায়ুন কবির, মো. ইকবাল হোসেন সজিব, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাংবাদিক মো. কামাল হোসেন, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, মো. রকিব উদ্দিন, মো. মমিনুল হক, মো. শাহজাহান শাজু, মো. আমিরুল ইসলাম, মো. আবুল বাশার, মো. বাদল মিয়া, মো. শ্যামল মিয়া, আবদুস সালাম, মাকসুদুল হক, ইউপি মেম্বার মো. রিপন, মো. মুরতুজ আলী, মো. এনামুল হক, মো. শাহ আলম, সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১১ জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন সামসুন্নাহার (বড় আপা), প্রদীপ কুমার সাহা, আমানুল হক অলি, মো.আনোয়ার সাদাত, রুমানা পারভীন, মো.জয়নাল আবেদীন, কুহিনুর আক্তার, মো. আবদুল্লাহ আল মামুন, রুমা সাহা, লুৎফর নাহার ও আমেনা হক।
এ সময় প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন।
প্রাক্তন শিক্ষার্থী সিটি হসপিটালের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো. রকিব উদ্দিন জানান, ঐতিহ্যবাহি এ বিদ্যালয়ের অসংখ্য কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন এলাকায় নানা কর্মে ছড়িয়ে ছিটিয়ে আছে। আনেকদিন ধরে তারা একত্রিত হতে পারেনি। সবাই একত্রিত হতে এবং সেই সাথে প্রাথমিক শিক্ষক গুরুজনদের সম্মান জানানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
পরে মেধা পুরস্কার সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে প্রাক্তণ শিক্ষার্থী ও রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বম্পা রানী দেবনাথ মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।