হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কৃতিসন্তান সোনালী ব্যাংকে পিএলসি’র অবসর প্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) মো. জহিরুল ইসলাম।
জানাগেছে গত ১৫ জুলাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে
তাঁকে রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। স্মারক নং: ইআবি/রেজি/প্রশা/ফাগব/চ-১৫৮/২০১৭/১৬০৭৯, তারিখ: ১৫ জুলাই ২০২৫ খ্রি.
সভাপতি হিসাবে মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার( ৩১ জুলাই) মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরে নবনির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম সভাপতিত্বে গভর্নিং বডির অন্যান্য সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় নতুন সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এলাকাবাসি সহ সকলের সহযোগীতা কামনা করেন।
এদিকে নতুন সভাপতির নেতৃত্বে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে বলে এলাকাবাসির মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
Check Also
হোমনায় নার্সের অবহেলায় প্রসুতি রোগীর মৃত্যুর অভিযোগ!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘ …