হোমনায় শিক্ষক ও সহপাঠিদের চোখের জলে চিরবিদায় নিল জবি’র মেধাবী ছাত্রদল নেতা যুবায়েদ
দর্পণ নিউজঃ
কুমিল্লার হোমনায় শিক্ষক ও সহপাঠি ও রাজনৈতিক সহকর্মীদের চোখের জল আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন।
সোমবার (২০ অক্টোবর) মাগরিবের নামাজের পর কুমিল্লার হোমনা কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রিয় শিক্ষাঙ্গন জবি ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে রাত ৮টার দিকে তার জন্মস্থান উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
তাকে শেষ বিদায় জানাতে জানাজায় শরিক হন কয়েক হাজার মুসল্লী তার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী। তার দাফনকাজে শামিল হয়ে প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, ো প্রফেসর মো. রেজাউল করিম,পরিবারের পক্ষ থেকে বক্তব্যদেন নিহতের চাচা ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।
এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (অব.) ইঞ্জিনিয়ার এম এ মতিন খান,উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সাইদুল হক, বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মো. মাসুদুজ্জামান, কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আবদুল গনি, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সিনিয়র আহ্বায়ক জাফর আহমেদ, জবি শাখা কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আলী হায়দার আকাশ, হোমনা উপজেলা ছাত্রদল সভাপতি মো. সাইজুদ্দিন শাজু বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ও বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা ছাত্রকল্যান পরিষদের সভাপতি জুবায়েদ হোসেন রোববার (১৯ অক্টোবর) বিকেলে আরামানিটোলার পানির পাম্প গলির নূর বক্স লেনের রওশন ভিলার একটি বাসায় টিউশনি করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন। সোমবার লাশের ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রথমর জানাজা শেষে তার গ্রামে বাড়ি কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়রজানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।