হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সভায় আসন্ন পবিত্র রমযান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ,উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধার ও ওয়াই ব্রীজের নীচ থেকে অবৈধ দখল উচ্ছেদ সহ সড়কে যানজট নিরসন, গ্যাস সংযোগ কারীর বিরুদ্ধে মামলা সংক্রান্ত, নদীখননের বালি নিলামে বিক্রি, সিএনজি ও অটোরিকশা নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শহীদ উল্লাহ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিচির সভাপতি মো. আক্দুল হক, সাংবাদিক মো. আব্দুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, মো. মোজাম্মেল হক,জালাল উদ্দিন পাঠান, ছাদেক সরকার মো. তাইজুল ইসলাম মোল্লা সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।