হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা মো. শাহআলম(৫০) নামের মাদকাসক্তি স্বামীর ছুরির আঘাতে মারাত্মক আহত হয়েছে স্ত্রী রেনু বেগম(৪০)।
গতকাল রবিবার রাত ১১ টার দিকে উপজেলার ৩ নং ওয়ার্ডের কান্দাহাটি গ্রামে এ ঘটনা। আহত রেনু বেগমকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা মো.শাহআলমকে গ্রেফতার করে আদালতে প্রেরন করছে পুলিশ।
মো.শাহআলম উপজেলা সদর ৪ নং ওয়ার্ডের হাবিদা বাড়ির রইস উদ্দিনের ছেলে। বর্তমানে কান্দাপাড়া গ্রামে বসবাস করছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে শাহ আলম একজন মাদকাসক্ত ব্যক্তি বিভিন্ন বিষয়নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। গতকাল সন্ধ্যা থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। এক পর্যায়ে শাহ আলম তার স্ত্রী রেনু বেগমের শরীরের ছুড়িকাঘাত করে জখম করে।এতে রেনু বেগমের কান ও বাম হাতের চারটি আঙ্গুলের রগ কেটে যায়। স্বজনরা দ্রুত রেনু বেগমকে হোমনা সরকারি হাসপাতাল নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কাজন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ খবর পেয়ে হোমনা থানা পুলিশ ছুরি উদ্ধার সহ শাহ আলমকে আটক করে থানা নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান রেনু বেগমের শরীরে ধারালো অস্ত্রের একাধিক জখম পাওয়া গেছে। তার কান কেটে ফেলা হয়েছেএবং ঘারে ৮থেকে ১০ সেন্টিমিটার যার গভীরতা ১ সেন্টিমিটার জখম রয়েছে ।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান,গ্রেফতারকৃত শাহ আলমকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।