Breaking News

হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির জেরে বাড়িঘর ভাঙচুর, মাজারে অগ্নিসংযোগ

হোমনা ( কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে কটুক্তিকারী মহসিনের বাড়িঘর ভাংচুর ও মাজারে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আছাদপুর গ্রামের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে বিক্ষুব্ধ জনতা একজোট হয়ে মহসিনের বাড়ি ভাংচুর করে এবং তার দাদা কফিল উদ্দিন শাহ এবং তার বাবা আলেক শাহ ‘ র মাজারে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও হোমনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

জানা যায়, কফিলউদ্দিন শাহের নাতি ও আলেক শাহের ছেলে মহসিন বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে পোষ্ট করেন করেন। এর পর তাকে গ্রেফতারের দাবীতে মুসলিম জনতা বিক্ষোভ মিছিল করলে হোমনা থানা পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।

কিন্ত পরদিন বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকালে তার অনুসারি কিছু লোক জরো হয়ে এর প্রতিবাদ করার প্রস্তুতি নেয়ার খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ও মাজার ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ফায়ারসার্ভিস টিম পুলিশ সহ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, মহানবী (সাঃ) কে কটুক্তিকারী মহাসিন কে তাৎক্ষণিক গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তাকে রিমান্ডের এনে জাজ্ঞাসাবাদ করা হবে।
কিন্ত আজকে ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

About Darpan News24

Check Also

হোমনার দড়িচর যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নুরালাপুর একাদশ চ্যাম্পিয়ন!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনার দড়িচর যুবসমাজের কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নুরালাপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *