হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মরহুম এম কে আনোয়ার স্যার স্মৃতি ডবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, মেঘনা উপজেলার সাবেক বিএনপি সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনি, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. গোলাম ফারুক এবং মরহুম হারুন সাহেবের ছেলে টুটুল রোহান।
উদ্বোধনী খেলায় অংশ নেয় হোমনা দাদন স্যার একাডেমি ও দাউদকান্দি পৌরসভা দল। খেলায় দাদন স্যার একাডেমি দাউদকান্দি পৌরসভাকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন মো. সফিকুল ইসলাম মুন্না এবং ধারাভাষ্য দেন কবি দেলোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম এম কে আনোয়ার ছিলেন হোমনার গর্বিত সন্তান ও একজন সৎ, দক্ষ এবং আদর্শ রাজনীতিবিদ। তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া ও সৃজনশীল চেতনাকে জাগ্রত রাখতে এমন আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।
Check Also
হোমনা পৌরসভার প্রথম মেয়র হারুন মিয়ার ইন্তেকাল!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা পৌরসভার প্রথম মেয়র, হোমনা সদর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান, হোমনা উপজেলা …