নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে মো. সারা উদ্দিন নামে এক ব্যক্তির ৩ গরু সহ ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টায় ঘারমোড়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে গোয়াল ঘরের ৩টি গরু আগুনে পুড়ে মারা যায় এবং বসত ঘরের রক্ষিত নগদ সাড়ে ৩ লক্ষ্য টাকা সহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মো. সারা উদ্দিনের ছেলে মাওরানা রুহুল আমীন জানান, রাতে আমি এক ওয়াজমাহফিলে ছিলাম খবর পেয়ে এসে দেখি গরুর ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরিবারের লোকজন কোন রকমে জীবন নিয়ে ঘর থেকে বাহির হতে পারলেও সম্পদ বাচাতে পারেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে বসত ঘরে থাকা সকল আসবাবপত্র, ১টি ফ্রিজ, নগদ সাড়ে ৩ লাখ টাকা পুড়ে যায়। এতে মোট ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাওলানা রুহুল আমীন আরো জানান, আমাদের কোন শত্রু নেই। বিদ্যুৎতের লোভ শেডিং থেকে ে ঘটনা ঘটতে পারে।
হোমনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো.সাইদুর রহমান খান জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে আশপাশের ঘরগুলোকে রক্ষা করতে পেরেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এ দিকে ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন