Breaking News

হোমনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় আজ সোমবার ২৫ বৈশাখ (৮মে) উদযাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী।
উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে হোমনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ. নাহিদ আহম্মেদ জাকির, ইউডিএফ খালিদ মোস্তাফিজ, জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. রাসেল আহম্মেদ, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন অর রশিদ পলাশ, ওসিএলএসডি মো. আবদুর রহিম, প্রধান শিক্ষক মায়ারানী দেবী সাংবাদিক কবি দেলোয়ার কাউসার আহম্মেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের নিয়মিত শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত,কবিতা আবৃতি ও নৃত্যা পরিবেশন করেন।
এছাড়া অতিথি শিল্পী হাসিনা বেগম, আইরিন আক্তার ডেইজী,শান্তি রঞ্জন সূত্রধর মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশন করেন।

About Darpan News24

Check Also

হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *