হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলাগাছিয়া মফিজ এন্ড আসমত উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আবদুল গনিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির পদবঞ্চিত নেতা মো. জহিরুল ইসলাম মোল্লা মোবাইল ফোনে প্রভাষক আবদুল গণিকে অকথ্যভাষায় গালমন্দ করেন এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইযাকে নিয়েও কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করেন।
পরে শনিবার সকালে আবদুল গনি হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ডায়েরি নম্বর -১০২৮
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামন জিডির ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে প্রভাষক আবদুল গনি বলেন, “দলীয় কর্মকাণ্ডের বিষয়ে ঈর্ষান্বিত হয়ে জহিররুল ইসলাম ও তার ভাই আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমার নিকট তার কল রেকর্ড আছে। আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।” তাই বিষয়টি থানায় সাধারণ ডায়েরী করতে বাধ্য হয়েছি।
এদিকে অভিযুক্ত মো. জহিরুল ইসলাম মোল্লা মোবাইল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24