মো.আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় বাল্য বিয়ের অভিযোগে স্থানীয় কাজী সহ কনে পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ১০ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ আগস্ট) হোমনা পৌর সভার ৩ নং ওয়ার্ডের হোমনা পূর্বপাড়া গ্রামের প্রবাসি ইকবাল হোসেনের মেয়ে দশম শ্রেনিতে পড়ুয়া এক ছাত্রী (১৫) এর সাথে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের আবদুল হকের ছেলে মহরম আলীর বিয়ের আয়োজন করা হয়। এ বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে ঘারমোড়া ইউনিয়নের কাজী মো.নুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই বিয়েতে ছাত্রীর দাদী জড়িত থাকার অভিযোগে তাঁকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ক্ষমালিকা চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের আয়োজনকারী কন্যা পক্ষের বাড়িতে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পেলেও বরকনেকে পাওয়া য়ায়নি। পরে বরপক্ষের বাড়িতে গিয়ে বর- কনে উভয় পক্ষকে পাওয়া যায়। এ সময় কাজী কে ৫০ হাজার টাকা, কনে পক্ষকে ১০ হাজার টাকা মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।