আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় বাজার মনিটরিং এ গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ দোকান দারকে ৫ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৫ এপ্রিল পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে হোমনা পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।,
মোবাইল কোর্ট পরিচালনাকালে হোমনা পৌরসভার কাচাবাজার সহ বিভিন্ন দোকানে মূল্যতালিকা রাখা, পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণ হবার তারিখ থাকা, বিভিন্ন খাবার হোটেলে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরী সহ বিভিন্ন বিষয়ে তদারকি করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাসিষ্ট্রেট ইউছুফ হাসান জানান, দোকানে মূল্য তালিকা না থাকায় ৩টি দোকান মালিককে, পণ্যের ক্রয় রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ০১টি দোকান দারকে ও মেয়াদোত্তীর্ণ হবার তারিখ ব্যতিত পণ্য রাখায় ০১টি দোকানদারকে মোট ৫টি মামলায় ৬০০০/- টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১টি খাবার হোটেলকে খাবার তৈরীতে গুনগত মানসম্পন্ন কাচামাল ব্যবহার ব্যপারে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সময় হোমনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
Check Also
হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …