হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে কুমিল্লার হোমনা উপজেলার হোমনা বাজারের পূবালী ব্যাংক পিএলসির ৫০৮ তম ৃশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে হোমনা বাজারের হাজী আবুল হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংকের হোমনা শাখার ব্যবস্থাপক নাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. জহিরুল ইসলাম।
পূবালী ব্যাংক কুমিল্লা প্রিন্সিপাল অফিসের মো. আশ্রাফুল ইসলাম চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ শফিউল আজম, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসের ডিজিএম মো. শওকাতুল আলম চৌধুরী, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর সরকার, হাজী মনির হোসেন, মো. মোক্তার হোসেন, মো. হুমায়ুন কবীর ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হোমনা বাজারের ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের কুমিল্লা আঞ্চললের উপ মহা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম বলেন, ‘পূবালী ব্যাংক পিএলসি অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ।
এরই ধারাবাহিকতায় হোমনাবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এ শাখা উদ্বোধন করা হয়েছে। আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।