Breaking News

হোমনায় পাঠ্যাভাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা!

আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় পাঠ্যাভাস উন্নয়ন কর্মসূচি উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপজেলার ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম, চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. হারুন অর রশিদ, কর্মশালার টিম ম্যানেজার আবু রেজওয়ান ও অন্যান্য অতিথিবৃন্দ।

জানাগেছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভাস উন্নয়ন করা এবং পাঠদক্ষতার উন্নয়ন করার লক্ষে ৬৪টি জেলার ৩০০টি উপজেলায় ১৫ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে স্কীম বাস্তবায়ন করা হবে।

About Darpan News24

Check Also

হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *