হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ধর্ষকের বিচার ও ইসলামি আইন প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ (মার্চ)সকাল ১০ টায় হোমনা প্রেস ক্লাবেরর সামনের সড়কে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার আয়োজনে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলনের হোমনা শাখার সভাপতি মো. ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে সাবেক সহ-সভাপতি মাহবুব হাসান আকরাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছাইদুল সৈকত, ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলার সাবেক সহ সভাপতি আবু ইউসুফ, হোমনা শাখার সহ সভাপতি লাদেন সরকার, অর্থ বিষয়ক সম্পাদক আজহার আলী ফয়সাল, সদস্য ইয়ামিন মোল্লা, যুবায়ের আহমেদ সহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন দেশের ৯২% মুসলমানের দেশে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ধর্ষণের বিচার নিশ্চিত করতে পারলে ধর্ষণের মত অপরাধ সংঘটিত কম হবে। ইসলামি শরিয়ত মতে অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
Check Also
হোমনার দড়িচর যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নুরালাপুর একাদশ চ্যাম্পিয়ন!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনার দড়িচর যুবসমাজের কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নুরালাপুর …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24