হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোমনা উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ১ আগস্ট হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- ভালো রেজাল্টের পাশাপাশি নীতি নৈতিকতা বজায় রেখে ভালো মানুষ হিসাবে দেশ গড়ার কাজে অংশগ্রহন করতে হবে।
তিনি আরো বলেন- সৎ, দক্ষ ,যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হয়ে এই দেশকে এগিয়ে নিতে হবে। সবার আগে দেশকে ভালোবাসতে হবে।
হোমনা উপজেলা ছাত্রশিবির সভাপতি মো.নাজমুল সাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুল হক,কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ রাসেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিচালক্ব মুহাম্মদ মেহেদী হাসান,ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি ইউনুস আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
হোমনা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৮৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Check Also
কুমিল্লা পবিস-৩ এর সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহা উদ্দিন নির্বাচিত
কুমিল্লা পবিস-৩ এর সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহা উদ্দিন নির্বাচিত হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:বাংলাদেশ ভিলেজ …