মো.আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ মার্চ রবিবার ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.)আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া।
সিনিয়র সহকারি শিক্ষক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ফারুক উদ্দিন,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, ম্যানেজিং কমিটির সদস্য মো.আবদুস সালাম ভূইয়া, সহকারি শিক্ষক মো তাজরুল ইসলাম,শিক্ষার্থী মানসুরা আক্তার ও মাফরুহা মমতাজ মোহনা।
এ ছাড়াও বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক (জহর),
স্থায়ী দাতা সদস্য চন্দ্র হাস রায়, অভিভাবক সদস্য প্রভাষক মো. সালাহ উদ্দিন আহাম্মদ,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান,খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি মো.কামাল হোসেন, হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও হোমনা -১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন মাষ্টার,হোমনা -২ সরকারি প্রাথমিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর,টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হাসনা হেনা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.)আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া সঙ্গীত পরিবেশন করায় শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্রাসে মেতে উঠে।