Breaking News

হোমনায় ইয়াবা ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি আটক!

হোমনা (কুমিল্লা:) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি কে আটক করেছে হোমনা থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে মা*দক ও নগদ অর্থসহ ৩ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলো পশ্চিম আড়ালিয়া (রামকৃষ্ণপুর) গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ শফিকুর শফিক (৩৫), একই গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (২৮), রামচন্দ্রপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ শ্রাবণ (২১)।

থানাসূত্রে যানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের একটি পুকুরপাড় এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্য পেয়ে হোমনা থানার এসআই জীবন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিন জনকে আটক করা হয়। এসময় তল্লাসি করে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৭,২০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই জীবন বিশ্বাস বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। মামলা নম্বর-০১, তারিখ: ০৪/০৮/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করেন।

হোমনা থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

About Darpan News24

Check Also

কুমিল্লা-২ আসনের সীমানা পূনর্বিন্যাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোমনা তিতাস উপজেলায় আনন্দ মিছিল!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোমনা ও তিতাস উপজেলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *