দর্পণ ডেস্ক রিপোর্ট
কুমিল্লার মেঘনায় নদীপথে চাঁদাবাজির সময় মো. আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। সে রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
থানাসূত্রে জানাগেছে, রবিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে মেঘনার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ এলকাকায় নদীপথে অভিযান চালায়। এ সময় কাঠালিয়া ব্রিজের দক্ষিণ পাশের পাড়ারবন্দ এলাকা থেকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নৌপুলিশ মো. আলমগীর জানায়, আশরাফুলকে গ্রেফতার করতে পারলেও তার সঙ্গে থাকা আরও ৬ থেকে ৭ জন পালিয়ে যায়। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি রামদা ও নগদ ৪ হাজার ৩শত টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ নদী পথে চাঁদাবাজ ও জলদস্যুতার মতো অপরাধ দমনে নৌপুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।