আবদুল হক সরকার,হোমনা
মানসম্মত প্রাথমিক শিক্ষা” “স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত শিক্ষা মেলায় শীর্ষস্থান অর্জন করেছে হোমনা উপজেলা দল। এই দলের নেতৃত্ব দেন হোমনা উপজেলার শিক্ষকবৃন্দ।
গত মঙ্গলবার কুমিল্লা পিটিআই মাঠে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ কারী কুমিল্লা জেলার সকল উপজেলার শিক্ষকগণে মেলায় তাদের উপকরণ প্রদর্শন করে। পরে বিচারক দের বিবেচনায় হোমনা উপজেলা দল প্রথম হয়। পরে হোমনা উপজেলা দলকে পুরস্কারের জন্য মনোনীত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, হোমনা উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিসুজ্জামান, মুরাদনগর উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সাবরিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজিউল হক চৌধুরী, মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা,হোমনা উপজেলা বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুন্নেছা, ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আঞ্জুমানারা কেয়া, কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আক্তার, মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুসুম কলি, হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা আক্তার, কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবী আক্তার, পশ্চিম শ্রীমদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা রানি দেবী, হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফরোজা বেগম সুমী, সহকারি শিক্ষক আনিসুজ্জামান, মনির হোসেন,
সহ অন্যান্য শিক্ষকগন এ সময় উপস্থিত ছিলেন।