Breaking News

আগস্টের মধ্যে নির্বাচন দিন, কালক্ষেপণ করলে বিএনপির ৬৫ লাখ নেতাকর্মী রাস্তায় নেমে পড়লে পালানোর রাস্তা পাবেন না— বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগেরর বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা বরকত উল্যা বুলু বলেছেন আগস্টের মধ্যে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে বিএনপির ৬৫ লাখ নেতাকর্মী রাস্তায় নেমে পড়লে পালানোর রাস্তা পাবেন না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সংস্কারের কথা বলে কালক্ষেপণ করাকে জনগণ ভালো চোখে দেখছেনা। তিনি আরো বলেন তারেক রহমানের নির্দেশে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা ধৈর্যধারণ করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অন্তর্বতী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ১৭ বছরের মামলার আসামী বিএনপির নেতাকর্মীরা রাজ পথে নেমে আসলে পালাবার পথ পাবেন না। জুলাই আগস্টের বিপ্লব সম্পর্কে তিনি বলেন, এ আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন। সবার সম্মিলিত আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশ। শিক্ষার্থীদের সামনে এগিয়ে দিয়ে বিএনপিই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সংস্কার একটি গতিশীল প্রক্রিয়া। মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করাই সবচেয়ে বড় সংস্কার। মানুষ এখন নির্বাচনমুখী, তারা এখন ভোট চায় গণতান্ত্রিক সরকার চায়। তিনি আরো বলেন, কোন দল বা গোষ্টি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে না পারে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মো. শাহ আলম হিমেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া, সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মূন্সি, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মাকসুদা আক্তার রীমা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ,মেঘনা উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক ওয়াদুদ ভুইয়া, হোমনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেলল হক মুকুল, পৌর বিএনপির আহবায়ক মো. ছানা উল্লাহ সরকার, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো. জাকির হোসেন জ্যাকি, আবদুল আজিজ খন্দকার সাব মিয়া, মো. আলমগীর সরকার, মো. শাহ আলম, আবু নাসের ওয়াহেদ সম্পদ, মো. শাহজাহান মোল্লা, সাইদুল হাসান শাহিন, মো. সাইফুল ইসলাম রাজা,শেফালী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা প্রমূখ।
সম্মেলনে পৌরসভা ও ইউনিয়ন কমিটির সদস্যসহ কাউন্সিলর ও ডেলিকেট গণ এ সময় উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্ধিতায় মো. মহিউদ্দিন সভাপতি ও মো. মোজাম্মেল হক মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং মো. ছানা উল্লাহ সরকার পৌর বিএনপি সভাপতি ও মো. নজরুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About Darpan News24

Check Also

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহত

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহতদর্পণ ডেস্ক রিপোর্ট:কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *