আবদুল হক সরকার
হোমনা পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৪৭ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ২৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৬কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ০২২ টাকা।
আজ বৃহস্পতিবার ২০ জুলাই বিকাল ৫ টার দিকে পৌর সভা মিলনায়তনে পৌর মেয়র আ্যাডভোকেট মো.নজরুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, পৌর সভা নির্বার্হী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন,সহকারি প্রকৌশলী মো. ফেরদৌস আহম্মেদ, উপ- সহকারি প্রকৌশলী মো. জহির উদ্দিন, পৌর সভার হিসাব রক্ষন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শাহনুর আহাম্মদ সুমন, সংরক্ষিত নারী কাউন্সিলর সুকিয়া বেগম, শিল্পি আক্তার, ফাতেমা বেগম, মো. বিল্লাল হোসেন, আবুল হোসেন, মো. সফিকুল ইসলাম সবু, মো. আবুল কালাম আজাদ, মো. মুন্নাফ মিয়া, কামাল হোসেন জামাল, আবদুল কাদির,ও মো. সোবাহানসহ পৌর সভার কর্মকর্তা কর্মচারি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Check Also
হোমনা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু, মানুষের মাঝে স্বস্তি!
হোমনা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু, মানুষের মাঝে স্বস্তি! হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় পাঁচদিন পর থানা …