দর্পণ ডেস্ক রিপোর্ট
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার ইবি প্রধান মোঃ গোলাম মোস্তফা সাহেব তার ৩৭ বছরের বর্ণঢ্য শিক্ষকতা জীবন সমাপ্ত করেছেন।
আজ ২৯ ফেব্রুয়ারী শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর দেয়ার মধ্য দিয়ে তাঁর ৩৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন তিনি।
জানাযায়, মো. গোলাম মোস্তফা সাহেব ( মাঃ জিঃ আঃ)১৯৮৭ সালে ১ মার্চ চান্দেরচর দারুল ইসলাম আলীম মাদ্রাসায় চাকুরিতে যোগদান করেন। পরে ১৯৯১ সালের ১ অক্টোবর এমপিওভুক্ত হয়ে দীর্ঘ ৩৭ বৎসরের বর্ণাঢ্য শিক্ষকতার জীবন অতিবাহিত করেন।
জানা গেছে মো. গোলাম মোস্তফা হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের চন্ডিরচর নয়াকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ সোলায়মান মুন্সী, মাতার নাম আখেরের নেছা।
তিনি রঘুনাথপুর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, তালশহর ফাজিল মাদ্রাসা থেকে আলিম, বরুড়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন।
মোহাম্মদ গোলাম মোস্তফা ছাহেবের( মাঃ জিঃ আঃ) এর জন্য আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নেক হায়াত কামনা করছি। আমিন।