হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বিষধর সাপের কামড়ে মাহবুবুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহবুব উপজেলার ঘারমোড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৭ টার দিকে শিশুটি বাড়ির পিছনে খেলা করছিল।
এমন সময় একটি বিষধর সাপ গর্ত থেকে বের হয়ে তার পায়ে কামড়ে দেয়। পরে শিশুটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লে তার বাবা-মা পায়ে ক্ষতের চিহ্ন দেখতে পেয়ে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান,অপমৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকলে দাফন কাফনে আইনত কোন বাধা নেই।