হোমনা(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে, তার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,আনন্দ র্যালি,আলোচনা সভা ও
“রাসেল আমার বন্ধু” রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল উপজেলা কর্তৃক আয়োজিত সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন কুমিল্লা -২ (হোমনা- তিতাস) সাংসদ সেলিমা আহমাদ মেরী।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,ওসি মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।