Breaking News

হোমনায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমবায় দিবস -২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার(৫ নভেম্বর) জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে দিবসের উদ্বোধন করেন ও বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখন কুমিল্লা-২ ( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন
সমবায়ী মো. মাহবুবুর রহমান খন্দকার, মানবিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক আবদুস সালাম ভূইয়া, মো. শেখ ফরিদ প্রমুখ।

About Darpan News24

Check Also

হোমনায় বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে ২ স্কুলছাত্রী নিহত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায়স্কুল থেকে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *