নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ২১ আগস্ট উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে স্থানীয় এমপির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।
হোমনা উপজেলা আ’লীগের সহ- সভাপতি পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, পৌর আ’লীগের সভাপতি শাহনুর আহমেদ সুমন ,ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, সাবেক বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসন, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স যুবলীগ নেতা মোবারক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগেরসভাপতি দেলোয়ার হোসেন ফারুক, কৃষক লীগের সভাপতি মনির হোসেন সওদাগর,ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার , পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিরাজ প্রমুখ।
এ ছাড়াও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি, মো.জসিম উদ্দিন সওদাগর, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন রনি, উপজেলা যুবলীগ নেতা মো. মাহবুবুর রহমান বকুল, মনির হোসেন, সজল সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির তাঁতীলীগের সভাপতি কবির হোসেন,কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক আহাম্মেদ সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আমির হোসেন।