হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা হোমনায় সেলিমা আহমাদ এমপি কাপ ফুটবল টুনামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ৪ নভেম্বর) বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উদ্বোধনী খেলায় কারারকান্দি ফুটবল একাদশ ও আলীপুর ফুটবল একাদশ অংশগ্রহন করে।
খেলায় আলীপুর একাদশকে ২-১ গোলে কারারকান্দি একাদশ চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলায় ইসমাইল স্যার ফুটবল একাডেমীর পরিচালক সৈয়দ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম এর সভাপতি আরো উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সাধারন সম্পাদক মোয়াজেম হোসেন মোসলেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সসাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হাড়িঁর খোঁজে বাড়ির পরিচালক মো. আব্দুস সালাম ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ বেপারী, স্বেচ্চাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ মনিরুজ্জামান মনির,ছাত্রলীগের সভাপতি ফয়সার সরকার,সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ প্রমূখ।
খেলা শুরুর আগে দু‘দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। জানে গেছে, টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার ১০০ সিসি মোটর সাইকেল ও রানার্স আপ পুরস্কার একটি ফ্রিজ।
এ খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম মুন্না ও সহকারী রেফারির ছিলেন ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান।
টুর্ণামেন্টের ধারাভার্ষ্যে ছিলেন, হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক কবি দেলোয়ার, সাংবাদিক রুহুল আমীন জুয়েল। উক্ত
টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহন করছে।
এ ছাড়া উভয় দলের হাজার হাজার দর্শক সমর্থক বিভিন্ন প্রিন্ট ও ইরেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।