হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ঘারমোড়া বাজারের ব্যবসায়ী সালাউদ্দিনের উপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সালাউদ্দিনের পরিবার ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে ১১ ঘটিকায় হোমনা- মুরাদনগর মহাসড়কের পাশে ঘারমোড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সালাউদ্দিনের পরিবারের সদস্যসহ এলাকার সর্বস্থরের কয়েক শতাধিক সাধারণ মানুষ এ মানববন্ধনর অংশ গ্রহন করেন।
মানববন্ধন থেকে মামলার বাদী মো. দুলাল মিয়া অভিযোগ করেন, গত ২৪ জানুয়ারী আমার দোকানের কর্মচারি সালাউদ্দিন কে হত্যার উদ্দেশ্যে একটি চিহৃিত সন্ত্রাসী ও মাদককারবারী পরিকল্পিতভাবে আক্রমন করে তার নিকট থেকে নগদ টাকা,মোবাইল ফোন ও একটি মটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়। তার অবস্থা আশংকা জনক,চিকিৎসাধীন আছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলেও রহস্যজনক কারনে আসামীদের গ্রেফতার করা হচ্ছে না।
মানববন্ধন থেকে সন্ত্রাসীদের গ্রফতার করে আইনের আওতায় আনার দাবী জানান হয়।
পরে এলাকাসী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঘারমোড়া কাঠ বাজার থেকে শুরু হয়ে চেয়ারম্যানেরর স মিলের সামনে দিয়ে ঘুরে এসে ফতের কান্দি রাস্তার মোড়ে এসে শেষ হয়।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।