নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার গুনগত মানোন্নয়ন, এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল, শিক্ষক শিক্ষার্থী,ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আমেনা বেগম।
সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তাজরুল ইসলাম, অভিভাবক জাকির হোসেন, আলমগীর হোসেন,নাছিমা আক্তার, আসমা আক্তার, রোহেনা শিকদার ও সালমা আক্তার প্রমুখ।