আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় ভংগারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের আয়োজনে রবিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকরা হলেন -সাবেক প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.আলী আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. কবির হোসেন।
সহকারী শিক্ষক জহর লাল মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানা প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।