Breaking News

হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আব্দুল হক সরকার,
কুমিল্লার হোমনা রেহানা মজিদ মহিলা কলেজে দিনব্যাপী বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) ৩ ফাল্গুন দিনব্যাপী রেহানা মজিদ মহিলা কলেজের মাঠে এ বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলার নবাগত ইউএনও ক্ষেমালিকা চাকমা।

কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও পপি লাইব্রেরীর স্বত্ত্বাধিকারি এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব উদ্বোধন করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের রসায়ন বিদ্যার প্রভাষক সুলতানা রাজিয়া আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।
এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্, ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, পিআইও মো. নাহীদ আহমেদ জাকির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম মো. শওকাতুল আলম, প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন,যুবলীগ ননেতা মনিরুজ্জামান টিপু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকব, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণ পিঠা উৎসব উপলক্ষে কলেজ মাঠে শিক্ষার্থীদের বানানো হরেক রকমের পিঠা দিয়ে প্রতিযোগীতা মুলক সাতটি পিঠার স্টল স্থাপন করেন। বিচারকগণ সব গুলো স্টল ঘুরে তিনটি স্টল কে সেরা হিসেবে নির্বাচিত করেন। তবে অনুষ্ঠানের সভাপতি প্রত্যেক পিঠা স্টলকে ২ হাজার টাকা করে টুরস্কার প্রদান করেন।

কলেজের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

About Darpan News24

Check Also

হোমনায় তীব্র গ্যাস সংকট, চরম দুর্ভোগে এলাকাবাসী! বন্ধ হচ্ছে না অবৈধ সংযোগ।

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *