হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০২ ( হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবদীন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,আবুল কাশেম প্রধান, খন্দকার হুমায়ুন কবির,ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা , আওয়ামীলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার প্রমুখ। পরে দিবস উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি,চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য মকবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি,সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।