
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বোনের সাথে প্রেম করার কারনে বোনের প্রেমিক মো. ফয়সাল নামে এক যুবককে হত্যার দায়ে দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের রাজনগর গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. শামীম মিয়া ও একই ইউনিয়নের সাফলেজি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া।
কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার জানান, নিহত ফয়সালের সঙ্গে রাজনগর গ্রামের ফুল মিয়ার মেয়ে মেহেদি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। যা মেনে নিতে পারেননি মেহেদি আক্তারের ভাই শামীম। এ প্রেম সংক্রান্ত বিরোধে শামীম ফয়সালকে হত্যার পরিকল্পনা করেন।
পরে ২০২০ সালের ৫ জুন ফয়সালকে শামীম এবং দুলাল প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে লাশ আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ফ্লোরে পুঁতে রাখেন । নিহত ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে শামীমকে প্রধান আসামি করে কয়েকজনের নাম উল্লেখ করে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ চার বছর পর এ হত্যামা মলার রায় ঘোষনা করেন আদালতের বিচারক।
মামলার বাদী সালমা আক্তার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন,আসামীদের রায় কার্যকর হলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে।
আসামীপক্ষে আইনজীবি জানান, তারা উচ্চ আদালতে যাবেন।