Breaking News

হোমনায় পোনা মাছ রক্ষার্থে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধবংস করেছে ভ্রাম্যমান আদালত! !

আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে আড়াই হাজার মিটার ১০০টি নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
সোমবার( ১৪ আগস্ট) মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে উপজেলার ঘাড়মোরা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জালগুলো জব্দ করে জনসম্মুখ আগুণে পুড়িয়ে ফেলা হয়।

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনূর মিয়া, ভূমি অফিসের নাজির মো. মোস্তফা কামালও হোমনা থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো.মোজাম্মেল হক সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাড়মোরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করের আড়াই হাজার মিটার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে তা জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জালের কোন মালিককে পাওয়া যায়নি। জণস্বার্থে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Darpan News24

Check Also

হোমনায় হিটস্ট্রোকে বাকপ্রতিবন্ধির চার গরুর মৃত্যু!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় প্রচন্ত তাপপ্রবাহের কারনে ভাপসা গরমে সাদ্দাম হোসেন নামের এক বাক প্রতিবন্ধীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *