Breaking News

হোমনায় নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা!

আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা উপজেলায় নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন হোমনা উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধানগণ।

আজ মঙ্গলবার ২২ নভেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তাঁকে এ বরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুমন দে।

বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মো.রাশেদুল ইসলাম, রামকৃষ্ণপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরুল কায়েস,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ কিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুছ ছাত্তার ভূইয়া প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দে তাঁর বক্তব্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহব্বান জানান।

নবযোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ তৈয়ব হোসেন বলেন, শিক্ষকদের আন্তরিকতা থাকলে উপজেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা উপহার দেয়া সম্বব নচেৎ নয়। এ জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করণ হয়।

About Darpan News24

Check Also

হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালীদের দখলে, সীমানা প্রাচীর নির্মাণ বাধাগ্রস্থ!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালদের দখলে থাকার কারনে বাধাগ্রস্থ হচ্ছে সীমানা প্রাচীরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *