হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ ডাকাত আটক,কভার্ডভ্যানসহ দেশীঅস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পিএসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঘারমোড়া-ছিনাইয়া রাস্তার ছোট ঘাড়মোড়া গ্রামের ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার বাড়ীর নিকট থেকে তাদের গ্রফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ মুন্সি বাড়ির ফজলুল হকের ছেলে আইনুল হক (৩২), নরসিংদী জেলার সদর উপজেলার শান্তিভোলা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. আমির হোসেন (৩৫),একই জেলার বাখরনগর (কুড়াল্লার বাড়ী) গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন (৩৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মটকিরচর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মো.শান্ত মিয়া (৩১), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আলীয়ার গ্রামের মৃত রমজান আলীর ছেলে কাভার্ডভ্যান চালক মো. স্বপন (৩৫)। এ সময় তাদের নিকট থেকে ২ টি রামদা,১টি লোহা কাটা কাঁচি, ১টি চায়নিজ কুড়াল ২টি সচারু লোহার রড, ১টি মিনি কভারভ্যান, যাহা রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন-১৭-৪৬৪৫, মূল্য অনুমান- ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জব্দ করা হয়।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সাইফুল ইসলাম জানান, আসামীরা বাগমারায় রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উক্ত ঘটনায় ধারা ৩৯৮/৪০২ পেনাল কোডে হোমনা থানার মামলা হয়েছে নং-০২, তারিখ-০৩/১১/২০২২খ্রিঃ।বৃহস্পতিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।