হোমনা(কুমিল্লা) প্রতিনিধি
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার( ২রা,মার্চ) সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। প্রথমে উপজেলা পরিষদ মাঠে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
পরে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
সকাল ১১ টারদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারি নির্বাচন কর্মকর্তা এসএসএম সামিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার,হোমনা থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. মনিরুজ্জামান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম খান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন প্রমুখ