আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী সকাল
১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, এসিল্যান্ড ইউসুফ হাসান, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,এরশাদ হোসেন,গোলাম রব্বানি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আহসান, পিআইও মো. নাহিদ আহম্মেদ জাকির, একাডেমীক সুপারভাইজার রাশেদুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন লাল রায়, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, জসিম উদ্দিন সওদাগর,জালাল উদ্দিন খন্দকার, তাইজুল ইসলাম মোল্লা, প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা পাবলিক লাইব্রেরীর সেক্রেটারী আবদুস সালাম ভুইয়া, সাংবাদিক আবদুল হক সরকার ও মো. কামাল হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারি একুশের বই মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অধ নিমিত রাখা সহ যথাযোগ্যভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।