হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
আজ (রবিবার) সন্ধ্যায় তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এ প্রেস ব্রিফিং করেন তিনি।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, আগামী কাল সোমবার (৭ নভেম্বর)দিনব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।মেলার শুরুতে সকলের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
উদ্ভাবনী মেলায় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের ৪টি বিষয়ে তাদের স্ব-স্ব কার্যক্রম প্রদর্শন করবেন। ক).উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ খ)ডিজিটাল সেবা,গ). হাতের মুঠোয় সেবা এবং ৪) শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান।
তিনি আরো জানান উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ সেরা ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্থান-হোমনা টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট, হোমনা,কুমিল্লা।
Check Also
হোমনা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু, মানুষের মাঝে স্বস্তি!
হোমনা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু, মানুষের মাঝে স্বস্তি! হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় পাঁচদিন পর থানা …