আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় মরহুম ছলিম সওদাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৪ টার দিকে
দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর একাদশ বনাম হোমনা উপজেলার দুলালপুর হাইস্কুলের ২০১৩ সনের এস এস সি ব্যাচের মধ্যকার খেলায় ১-০ গোলে দুলালপুর হাইস্কুলের ২০১৩ সনের এসএসসি ব্যাচ চ্যাম্পিয়ন হয়।
জানাযায় দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছলিম সওদাগর স্মরণে তার ছেলে বর্তমান চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এতে ১৬ টি টিম অংশ গ্রহন করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড. মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,ওসি মোঃ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও মো. মহিউদ্দিন খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকানুল ইসলাম (পলাশ),বিশিষ্ট সমাজসেবক মোঃ রবিউল্লাহ বিপ্লব,ইতালি প্রবাসি মোঃ সাজেদুল হক সোহেল, দুলালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা (কলি) প্রমুখ।
ধারাবর্ণনায় ছিলেন হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার।
পরে প্রধান অতিথি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন