Breaking News

বনশ্রী সোসাইটির নবনির্বাচিত সহ সভাপতি শফিউল করিমকে সংবর্ধনা!

আব্দুল হব সরকার,হোমনা।
ঢাকার বনশ্রী সোসাইটির নির্বাচিত সহ সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বিশিষ্ট সমাজসেবক, কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃতি সন্তান মো. শফিউ করিম শফিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার এম ব্লক সোসাইটির আহবায়ক আবু সুফিয়ানের আয়োজনে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জানাগেছে, বহু প্রতিক্ষিত বনশ্রী সোসাইটি নির্বাচনে কালাম হক প্যানেল হতে শফিউল করিম সহ-সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এম ব্লক সোসাইটির আহবায়ক আবু সুফিয়ান এ সংবর্ধনার আয়োজন করেন।
সভায় এম ব্লক সোসাইটির নেতৃবৃন্দ শফিউল করিম শফিককে ফুল দিয়ে বরণ করেন। এ সময় নব নির্বাচিত সহ সভাপতি শফিউল করিম এম ব্লকের সমস্যাগুলি দ্রুত সমাধানের আশাবাদ র্ব্যক্ত করেন।
এ সময় বনশ্রী সোসাইটির নবনির্বাচিত কালাম হক পরিষদের উপদেষ্টা শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি মাসুম ভূঁইয়া, দপ্তর সম্পাদক শামীম বেপারী,, এম ব্লকের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা খান, হেলাল ইসহাক সহ এম ব্লকের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সোসাইটির নেতৃবৃন্দ কালাম হক পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় হাওয়ায় নবনির্বাচিত সদস্যগণকে অভিনন্দন জানান এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

About Darpan News24

Check Also

হোমনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

হোমনা(কুমিল্লা) প্রতিনিধিবাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত স্বাস্থ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *