আব্দুল হব সরকার,হোমনা।
ঢাকার বনশ্রী সোসাইটির নির্বাচিত সহ সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বিশিষ্ট সমাজসেবক, কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃতি সন্তান মো. শফিউ করিম শফিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার এম ব্লক সোসাইটির আহবায়ক আবু সুফিয়ানের আয়োজনে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জানাগেছে, বহু প্রতিক্ষিত বনশ্রী সোসাইটি নির্বাচনে কালাম হক প্যানেল হতে শফিউল করিম সহ-সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এম ব্লক সোসাইটির আহবায়ক আবু সুফিয়ান এ সংবর্ধনার আয়োজন করেন।
সভায় এম ব্লক সোসাইটির নেতৃবৃন্দ শফিউল করিম শফিককে ফুল দিয়ে বরণ করেন। এ সময় নব নির্বাচিত সহ সভাপতি শফিউল করিম এম ব্লকের সমস্যাগুলি দ্রুত সমাধানের আশাবাদ র্ব্যক্ত করেন।
এ সময় বনশ্রী সোসাইটির নবনির্বাচিত কালাম হক পরিষদের উপদেষ্টা শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি মাসুম ভূঁইয়া, দপ্তর সম্পাদক শামীম বেপারী,, এম ব্লকের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা খান, হেলাল ইসহাক সহ এম ব্লকের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সোসাইটির নেতৃবৃন্দ কালাম হক পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় হাওয়ায় নবনির্বাচিত সদস্যগণকে অভিনন্দন জানান এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
Check Also
হোমনা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু, মানুষের মাঝে স্বস্তি!
হোমনা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু, মানুষের মাঝে স্বস্তি! হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় পাঁচদিন পর থানা …