হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজনে তিনদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এর সমাপনি দিনে সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ ।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে
বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি) এর প্রশিক্ষক মো. শাহ আলম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবির
উপ-পরিচালক জাকির হোসেন, উপজেলা পৌর মেয়র নজরুল ইসলাম হোমনা উপজেলার সাংবাদিক মো.আবদুল হক সরকার, মোর্শেদুল ইসলাম শাজু,মো. কামাল হোসেন,মো. আক্তার হোসেন, তিতাস উপজেলার সাংবাদিক মো. কবির হোসেন ও মো. নাজমুল করিম ফারুক প্রমুখ।
পরে হোমনা ও তিতাস উপজেলার ৩৬ জন সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ।